× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে মৌলভীবাজার জেলা জুড়ে বিজয় উল্লাস 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি

০৫ আগস্ট ২০২৪, ২১:১৭ পিএম

ছবিঃ আব্দুল কাইয়ুম

বৈষম্য বিরোধী তীব্র ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সারা দেশের মতো মৌলভীবাজার জেলা জুড়ে বিজয়োল্লাসে ফেটে পড়েন বিরোধী দলের নেতাকর্মী সহ সাধারণ জনতা। 

সোমবার (৫ আগষ্ট) বিকাল ৩টার পর বৃষ্টি উপেক্ষা করে পুরো শহরের সবগুলো সড়ক বন্ধ করে গগনবিদারী শ্লোগানে মেতে উঠেন সাধারণ মানুষ। এসময় একে অন্যকে জড়িয়ে কোলাকুলি করতে দেখা যায় তাদের। 

বিকাল সাড়ে ৩ টার দিকে শহরের কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনের সড়কে জড়ো হন কয়েক হাজার জনতা। শ্লোগান দিতে থাকেন হৈ হৈ রৈ রৈ, শেখ হাসিনা গেলো কই।

এসময় পুরো সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সেখানে অবস্থা করা বেশ কিছু যুবক ট্রাফিক পুলিশের বক্সে ব্যাপক ভাঙচোর চালানো হয়। একই সময়ে উত্তেজিত জনতা সদর মডেল থানায়ও হামলা চালানোর চেষ্টা করেন। তবে তাদের নিভৃত করতে সেখানে অনেককে বারণ করতেও দেখা যায়। 

শহরের বিভিন্ন সড়ক যখন কার্যত জনতার দখলে তখন বিকালের দিকে কুসুমবাগ এলাকায় প্রবেশ করেন টহলরত সেনা সদস্যরা। এসময় তাঁদের গাড়ি আটকিয়ে জনতা মিষ্টি খাওয়ার আমন্ত্রণ জানান। 

জানা যায়,  শুধু মৌলভীবাজার শহর নয়, শ্রীমঙ্গল,কমলগঞ্জ ও কুলাউড়া সহ জেলার অন্যান্য উপজেলায়ও সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে যোগ দিচ্ছেন আনন্দ মিছিলের কর্মসূচিতে।

এদিকে গতকাল সন্ধ্যা থেকে যখন দেশ জুড়ে কারফিউ জারি করা হয় তখন থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত মৌলভীবাজার শহরে পিনপতন নীরবতা নেমে আসে। তবে বিকাল ৩ টায় সেনা প্রধানের ভাষনের পর পাল্টে যায় দৃশ্যপট। জনতা নেমে এসে শহরের প্রতিটি সড়কে অবস্থান নেয়। তবে সড়কের কোথাও দেখা যায়নি পুলিশের কোন উপস্থিতি। গা ঢাকা দিয়েছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.